সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ৪অক্টোবর। ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। তাই প্রতিমা তৈরীর কারিগররা ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের চিতলমারী প্রতিমা শিল্পীরা। সকাল থেকে রাত অবধি চলছে এই কার্যক্রম। দিন রাত কাজ করে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা। প্রতিমা শিল্পীদের যেন দম ফেলার সময় নেই। এখন শুধু শারদীয় উৎসবে মেতে উঠার অপেক্ষা।
উপজেলার সন্তোষপুর গ্রামের প্রতিমা শিল্পী কানাই লাল মজুমদার জানান, এ বছর তিনি ১৩টি মন্দিরে প্রতিমা তৈরির অর্ডার পেয়েছে। যার সর্ব নি¤œ মূল্য ১৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। ইতোমধ্যে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের পথে। এখন চলছে রঙের কাজ। দু-চার দিনের ভিতরে কাজ সম্পূর্ন হয়ে যাবে। উপজেলা খড়মখালী গ্রামের প্রতিমা শিল্পী কিশোর কর্মকার জানান, এ বছর ১৩টি মন্দিরে কাজ পেয়েছে। যার মূল্য ১২ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। প্রতিমার কাজ এখন প্রায় শেষের পথে। মহালয়া অনুষ্ঠান হলেই প্রতিমা তৈরীর কাজ সম্পূর্ন হয়ে যায়।
এ বিষয়ে কথা হলে পূজারি শংকর চক্রবর্তী জানায়, এবার দুর্গাদেবী আসবেন ঘোড়ায় চড়ে এবং যাবেন ঘোড়ায় চড়ে। দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামি চার অক্টোবর দেবী বোধনের মধ্য দিয়ে। ৬ দিন ব্যাপী পূজা চলবে। ৫ অক্টোবর অধিবাস, ৬ অক্টোবর দেবীর সপ্তমীবিহিত, ৭ অক্টোবর দেবীর মহাঅষ্টমী, কুমারী পূজা, সন্ধিপূজা, ৮ অক্টোবর নবমী পূজা এবং ৯ অক্টোবর দশমী পূজা, সমাপন ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান।
চিতলমারী উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা জানান এ বছর চিতলমারী উপজেলায় ১৪৫টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আমরা মন্দির কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। সকল মন্দিরে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের পথে। সব কিছু ঠিক থাকলে জাক-জমকের সাথে চিতলমারী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।