কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয় নারীসহ তিন জন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলা বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মধ্যে হেলাল উদ্দীন ওরফে বাপ্পি (৩০) দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
কালীগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা এএসআই সাজেদুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতে থানার এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি আটকের জন্য অভিযান চালান। সে সময় কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রাম থেকে শামসুর রহমান লাট্টুর ছেলে হেলাল উদ্দীন বাপ্পিকে আটক করেন। সে কুষ্টিয়া জিআর ৩৪৮/১০ নং মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া সে বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আরেকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বাপ্পি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
অপরদিকে একই উপজেলার ঈশ্বরবা গ্রাম থেকে আবদুল মান্নান (৫৫) ও তার স্ত্রী নবীছন বেগমকে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধেও থানায় ওয়ারেন্ট আছে বলে পুলিশ জানায়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে নারীসহ তিন ওয়েরেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে।