নীলফামারীর কিশোরগঞ্জে দুলাল হোসেন (৪৫) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি কবিরাজপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার মর্গে পাঠিয়েছে। নিহত কৃষক ওই গ্রামের আবদুর রশিদের ছেলে। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে আম বাগানে তাকে অচেতন অবস্থায় লোকজন দেখতে পায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে সন্ধায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ জানান, ঘটনা রহস্যজনক, লাশ মর্গে পাঠানো হয়েছে।