কোম্পানীগঞ্জ উপজেলার মাকসুদা সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস, এপি (১৬) কে স্কুলের সামনে থেকে কয়েকজন যুবক অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তার মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৮।
পুলিশ ও একাধিকসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ঘটিকার সময় স্কুল গেইটের সামনে থেকে অন্তর (১৮), তারেক (২৫) ও রিমন (২১) এর নেতৃত্বে জান্নাতুল ফেরদাউস কে মুখ চেপে ধরে জোরপূর্বক তড়িঘড়ি করে সিএনজিতে উঠিয়ে প্রথমে জেলা সদর নোয়াখালী, পরে নোয়াখালী থেকে খাগড়াচড়িতে যায় এবং সেখানে ৩ জনে রাতবর ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (একাধিকবার জাতীসংঘে সনদপ্রাপ্ত) ওসি মোঃ আরিফুর রহমানের নির্দেশে পুলিশের উপপরিদর্শক শিশির কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল খাগড়াছড়ি সদয় এলাকার আবাসিক সুন্দরবন হোটেল থেকে শুক্রবার বিকেলে বিকট্রিমসহ ৩আসামীকে আটক করে, কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জান্নাতুল ফেরদাসের মাতা ফাতেমা বেগম জানান, এরা ৩জন আমার মেয়েকে প্রতিদিন স্কুলের আসা যাওয়ার পথে ইভটিজিং করত।