যশোরের মনিরামপুরে যৌন হয়রানির অভিযোগে অভিভাবকদের হাতে এক মাদরাসার সহকারি মৌলভিকে লঞ্চিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শমসেরবাগ দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। আবদুল আজিজ নামের ওই মৌলভি শিক্ষকের এহেন কর্মকা-ে বিক্ষুব্ধ অভিভাবকদের ক্ষোভের মুখে তড়িঘড়ি করে মাদারাসা ছুটি দেয়া হয়। এ ঘটনায় ৩ জন অভিভাবক তাদের সন্তানদের যৌন হয়রানির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়েরে করেছেন। তাৎক্ষণিক মাদরাসার সহকারি মৌলভিকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।
আলমগীর হোসেন, আজিম উদ্দীন ও মিজানুর রহমানসহ একাধিক অভিভাবকের অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর স্পর্শকাতর জায়গায় হাত দেয়াসহ যৌন হয়রানিমূলক আচরণ করার অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে একাধিকবার মাদরাসা সুপার মাওঃ শওকত আলীর কাছে অভিযোগ দিলেও তিনি ব্যবস্থা নেননি।
বৃহস্পতিবার এক ছাত্রীর সাথে এমন কুরুচীপূর্ণ আচরণ করা হলে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার মা’কে সব ঘটনা জানায়। শনিবার মাদরাসা খুললে ওই ছাত্রীর অভিভাবকসহ একাধিক ভূক্তভোগির অভিভাবক মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের বিচার দাবি করেন। এ সময় মাদরাসা সুপার বরাবরের মতো বিষয়টি পরে দেখবেন বললে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে মৌলভি শিক্ষক আবদুল আজিজকে লাঞ্চিত করেন। সুপার অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে সকালেই মাদরাসা বন্ধ করে দেন।
ভূক্তভোগি একাধিক শিক্ষার্থীর এ প্রতিবেদকে জানায়, আজিজ হুজুর ক্লাসে এসে কখনো তাদের কোলে নিয়ে, কখনো ওড়নার নিচ দিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। তারা নিষেধ করলেও শুনেনা। মাদরাসার সুপার হুজুরকেও তারা জানিয়েছে। কিন্তু প্রতিকার পায়নি বলে অভিযোগ।
মাদরাসা সুপার এমন অভিযোগ আগে পাননি জানিয়ে বলেন, অভিযোগ পেয়ে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, অভিযোগের সত্যতা মিললে ওই শিক্ষককে বরখাস্ত করা হবে। প্রাথমিকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী জানান, তিনজন অভিভাবকের লিখিত অভিযোগ পত্র শনিবার বিকেলে হাতে পেয়েছি। বিষয়টি জরুরী ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে। এর সত্যতা পাওয়া গেলে অবশ্যই ওই মৌলভি শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।