মোল্লাহাটে মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্ম-পরিকল্পনা ২০১৮ এর আলোকে মাসিক পাচার বিষয়ক রিপোর্ট প্রস্তুত ও প্রণয়ন বিষয়ক উপজেলা পর্যায়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশের আয়োজনে শনিবার সকাল সকাল ১০টায় প্রেসক্লাব মোল্লাহাটে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ইউপি সচিব এস,এম, শাহ-আলম, ইডিসি মোর্শেদুর রহমান, বদরুজ্জামান, খাদিজা, জাহিদুল ইসলাম, শাকিলা আক্তার, মিতা বৈরাগী ও শামীম খান, ইউপি সদস্য তানজিরা, রোজিনা আক্তার, আছিয়া বেগম, সুচন্দ্রা মধূ ও মনোয়ারা প্রমূখ।