জেলার বানারীপাড়া উপজেলার কঁচা নদী থেকে ভাসমান অবস্থায় সাইদুল ইসলাম নামের এক নার্সারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঁতলা গ্রামের ৪নম্বর ওয়ার্ড সংলগ্ন কচা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃতের ভাই সামসুল হক সরদার জানান, শুক্রবার সকালে পরিবারের লোকজন বাড়ি সংলগ্ন কঁচা নদীর ঘাটে সাইদুল ইসলামের জুতা ফেলে রাখা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর তারা ঘটনাস্থলে পৌঁছে দিনভর খোঁজাখুজির পর সন্ধ্যায় পায়ে ইট বাঁধা অবস্থায় সাইদুলের লাশ নদী থেকে উদ্ধার করে। নিহতের স্বজনদের দাবি পরিকল্পিতভাবে সাইদুলকে হত্যা করা হয়েছে। বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান বলেন, লাশে ময়না তদন্তের জন্য শনিবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।