নগরীর হাসপাতাল রোডের নতুন বাজার এলাকার ‘ফেইথ শিক্ষা পরিবার’ নামের একটি কোচিং সেন্টারে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সেন্টারের পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা। এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, কোচিং সেন্টারটিতে শিক্ষাদানের অন্তরালে দীর্ঘদিন থেকে মাদক বাণিজ্য চলছিলো। এ মাদক ব্যবসার সাথে সেন্টারের পরিচালক শামিম আহম্মেদসহ বেশ কয়েকজন জড়িত রয়েছেন। প্রতিদিন সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিষ্ঠানটিতে মাদকের আসর বসতো।গোপন সংবাদের ভিত্তিতে বিষটি নিশ্চিত হয়ে শুক্রবার রাতে তিনি (দেলোয়ার হোসেন) সহ ডিবি পুলিশের অন্যান্য সদ্যসরা ওই কোচিং সেন্টারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ পরিচালক শামিম আহম্মেদ, তার সহযোগি মতিউর রহমান ও বাবুল তালুকদারকে গ্রেফতার করা হয়।