মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় আঙ্গিনায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকিউরমেন্ট বিভাগের পরিচালক (যুগ্ন সচিব) মোঃ হাসান সারোয়ার। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কাদের মৃধার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, এলজিইডি প্রকল্প পরিচালক (অবসর প্রাপ্ত) মোঃ নাছির আজিজ, ঢাকা দক্ষিণ ২৬ নং ওয়ার্ড কমিশনার শামীম হাসান, লতব্দি ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদলয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজ সেবক দেলোয়ার হোসেন, নাঈম হোসেন, আবদুল করিম তালুকদার, রাজদিয়া আবদুল জাব্বার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম হানিফ,ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদ উজ্জামান তালুকদার প্রমুখ।
এসময় বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার প্রদান কারা হয়।