সৈয়দপুরে যাত্রীবাহি বাসের চাপে পড়ে মনির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ২০ সেপ্টেম্বর রাতে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমুহনী বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মনির উদ্দিনের বাড়ী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি বানিয়াপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকাররম এন্টারপ্রাইজ নামের ওই বাসটি চৌমুহনী বাজার মসজিদের কাছে একটি মটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেলের আরোহী বাবু হোসেন গুরুতর আহত হয়। বাসটি চাপা দেয়া মটরসাইকেলটিকে প্রায় ৩শ মিটার দূরে টেনে নেয়ার পর পথচারী মনিরকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা বাস চালকের বিচারের দাবিতে সৈয়দপুর-পাবর্তীপুর সড়ক অবরোধ করে। পরে উপজেলা ও থানা প্রশাসনের আশ্বাসে ২ ঘন্টা পর অবরোধ তুলে নেয়া হয়।