কলারোয়ায় ব্রাহ্মণ পুরোহীত ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) সকালে উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কলারোয়া উপজেলা শাখার সভাপতি বাবু মনোরঞ্জন সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি বাবু সিদ্ধেশ^র চক্রবর্তী, হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রামের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়, বাবু উত্তম কুমার ঘোষ সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে কলারোয়ায় ব্রাহ্মণ পুরোহীত ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক হলেন- বাবু নয়ন রঞ্জন মজুমদার, যুগ্ম আহ্বায়ক হলেন- বাবু পরেশ রায় চৌধুরী। এ সময় কমিটির অন্যান্যে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।