আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে পূঁজি করে ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানীর অভিযোগে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঘটনাস্থানে গেলে এলাকার অসংখ্য মানুষ জানান, শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের আলহাজ¦ আঃ বারী সরদার বাঁকড়া মৌজায় সাড়ে ৮ বিঘা নিজস্ব জমিতে ২০০০ সাল হতে একই সাথে মাছ চাষ ও ধান চাষ করে আসছেন। গত ১৬ সেপ্টেম্বর তার পুত্র সাগর ও খায়রুল আলম খোকন জমির ধান বাড়িতে আনার কাজ করছিলেন। এ সময় কয়েকটি ছাগল ঘেরে ও ঘেরের বাঁধে ঘোরাফেরা করায় তাদের ফসলের ক্ষতি ও ধানের বোঝা নিয়ে যাতয়াতে সমস্যা হচ্ছিল। বাধ্য হয়ে তারা একটি ছাগল ধরে ঘেরের মধ্যে ফেলে দেয়। এ সময় মৃত মতলেব সরদারের পুত্র আমিনুল্লাহ ও আমিনুল্লাহর মা সেখানে হাজির হয়ে ছাগল মারার ঘটনা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এনিয়ে সামান্য কথাকাটি ও মারধরে উদ্যত্বের ঘটনা ঘটে। কিন্তু কোন মারামারি হয়নি। বিষয়টিকে পুঁজি করে আমিনুল্লাহ প্রতিপক্ষকে চিহ্নিত মাদক ব্যবসায়ী, অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে অপবাদ দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে থানায় মামলা (নং ১৮ তাং- ১৮/০৯/১৯) রুজু করেছেন। মামলার আরজিতে ছাগলটি মারা গেছে উল্লেখ করা হলেও, এলাকাবাসী জানান, ছাগলটি তাদের ছিলনা। কোন ছাগল মারাও যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, ছাগল ক্ষেতে ফসল নষ্ট করায় সাগর ও খায়রুল ছাগলটি ঘেরের মধ্যে ফেলে দিয়েছিল। এনিয়ে সামান্য হাতাহাতি, বাকবিতন্ডা হয়েছিল। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা করা হয়েছে। ছেলে দুটি কখনো মাদকাসক্ত বা মাদক ব্যবসা করার প্রশ্নই ওঠেনা। অথচ তাদেরকে মিথ্যা অপবাধ দিয়ে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছে। স্থানীয় নকুল ঢালীর পুত্র প্রসেনজিৎ জানান, পুলিশ তদন্তে আসলে তার কাছে জিজ্ঞাসা করেন, তিনি বহু মানুষের সামনে পুলিশকে বলেন যে, আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার সময় মামলায় মানিত স্বাক্ষীরা কেউই সেখানে উপস্থিত ছিলনা। এ ব্যাপারে সঠিক তদন্ত শেষে মিথ্যা অভিযোগের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।