পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য শুক্রবার বিকেলে মনিরামপুরের পূর্বাঞ্চলীয় প্রধান সড়ক মোহনপুর-টেকারঘাট সড়কের ২০ কিলোমিটার পূন: সংস্কার কাজের উদ্বোধন করেন। ৩১ কোটি টাকা ব্যয়ে পুন: সংস্কারে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন উন্নয়ন কাজ অব্যাহত রাখে, ঠিক এ সময় দলের মধ্য থেকে একটি মহল বাঁধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জনতার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ওই মহলটিকে নিয়ে সকলকে সজাগ থাকতে হবে। তারা শোক দিবসের নামে একটি অনুষ্ঠান করে ব্যক্তি পরিবারকে নিয়ে বিষোদগার করেছে। তারা এলাকার তথা রাষ্ট্রের উন্নয়ন চাইনা বলে সরকার বিরোধী কর্মকাণ্ড অব্যহত রেখেছে।
নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে কালিবাড়ী বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, জেলা নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী, অভয়নগর উপজেলা আওয়অমীলীগের সভাপতি এনামুল হক বাবলু উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, মনিরুজ্জামান মনি, শেখর চন্দ্র রায়, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. বশির আহম্মেদ খান, আওয়ামীলীগনেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।
এর আগে মাননীয় প্রতিমন্ত্রী ২৪ লাখ টাকা ব্যয়ে মশিয়াহাটী দূর্গা মন্দিরের নব-নির্মিত নাটমন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ ছাড়া মশিয়াহাটী ডিগ্রী কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।