ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা কর্মসুচিকে বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা আগামি ২১ শে সেপ্টম্বর শনিবার বিকাল ৪টায় পাটকেলঘাটা নীলিমা ইকোপার্কে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সস্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হসাবে উপস্থিত থাকবেন ,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়নে সর্বত্র পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হয়েছে।