শেরপুরের নকলা উপজেলার পাইষ্কা এলাকার তালুকদার স্মৃতি সংঘের উদ্যোগে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে ছায়াদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০ পালন উপলক্ষে শুক্রবার দুপুরে তালুকদার স্মৃতি সংঘের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক প্রস্তুতি সভা ও স্টেডিয়ামের চারপাশে ছায়াদানকারী ফুল, ফল ও কাঠ জাতীয় ছায়াদানকারী ১শ টি গাছের চারা রোপন করা হয়।
সংগঠনটির আহ্বায়ক মো. আতিক তালুকদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ হোসাইন, নকলা অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীম আহমেদ, যুব নেতা ওবায়দুল তালুকদার, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর তালুকদার, সদস্য সুজন তালুকদার, সিরাজুল ইসলাম, মোকছেদুল, মনির হোসেন, তাওহীদ, ফারুক হোসেন, বজলুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।