কুষ্টিয়ার দৌলতপুরে এপেক্স ক্লাব অব দৌলতপুরের উদ্যোগে বৃহস্পতিবার প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসে শিক্ষা-উপকরন বিতরন করেন প্রধান তিথি থেকে এপেক্স ক্লাব অব খুলনার ডিজি -৬ এ্যাড ভোকেট মোঃ মনিরুল ইসলাম (পান্না) এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ পেক্স ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারী এপে” মোঃ সাইদুর রহমান রুবেল, এ পেক্স ক্লাব অব দৌলতপুরের সভাপতি ও প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপে: আবু-সালেহ মজনুল কবির (পান্না), সেক্রেপারী ও বিশিষ্ট সংবাদাকি এপে: মোঃ সাইলুল ইসলাম(শাহীন)। এ ছাড়া ও এপেক্স ক্লাবের অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন।