বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যারের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।
শুক্রবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মহানগর ও জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় যুবদলের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডতার সৃষ্টি হয়। পরে দলীয় কার্যালয়ের মুল ফটকের সামনে মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন রংপুর সদর -৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমান, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সাধারন সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ। মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম লেলিনের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।