20.09.19.jpg) 
		
	রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদের কন্যা ভিকারুন নেছা স্কুল এ- কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অপ্সরা আলীমের জন্মদিন পালিত হয়। শুক্রবার বিকেলে নগরীর বালাপাড়া ২০ মেগাওয়াড এলাকায় অবস্থিত সরকারী বালিকা শিশু সদনের এতিমদেরকে নিয়ে নিজ কন্যার জন্মদিনের কেক কাটেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ। এ সময় আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতোয়ার রহমান সরকার, কোতোয়ালি থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব আবদুল কাদের দিদার, কোতোয়ালি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুর রশীদসহ শিশু সদনের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।