টঙ্গীর জাভান হোটেল ও বাসা বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ ও বিয়ার জব্দ করেছে পুলিশ। এ সময় ২০ জনকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জাভান হোটেলের ম্যানেজার রিয়াজ শাহেদ বাবু, নাচ গান ব্যবস্থাপক জসিম ও মুনসুরের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত অসামাজিক কার্যকলাপ, মাদকের রমরমা ব্যবসা ও উচ্চশব্দে নাচ-গান পরিচালিত হয়। এতে এলাকায় শান্তি ভঙ্গের অভিযোগ উঠে। এলাকাবাসীর একাধিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টঙ্গী পূর্ব থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ও ওসি অপারেশন সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলে তল্লাশি চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়। তল্লাশির সময় হোটেল থেকে দেহ-প্রসারিনী ও খদ্দেরসহ ১৮ জন নর-নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- পলাশ (৪০), জুয়েল রানা (৩২), রাফি রহমান (৪২), আদনান (৩০), ইয়াছিন (২৮), আলিম মোল্লা হোসেন (৩৮), অঞ্জনা আক্তার (২০), আঁখি (২০), জান্নাত (২৩), রিয়ামনি (২০), নিশা (২০), সাথী আক্তার (২০), অঞ্জনা আক্তার নুপুর (২৪), আফরিন (২০), মনি (২০), জিন্নাত আক্তার (৩০), কলি আক্তার (২০) ও ফারিয়া আক্তার (২২)।
অভিযানের সময় প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মাহাবুব (৪০) আতঙ্কিত হয়ে বিল্ডিং এর ৩য় তলা থেকে লাফিয়ে বাহিরে চলমান বিদ্যুতের তারের উপর পড়লে তার শরীরের অনেকাংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের একাধিক খদ্দের জানান, ওই হোটেলে মদ ও বিয়ারের দাম দ্বিগুণ রাখা হয়। এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ খদ্দেরদের সাথে সর্বদা অসৌজন্যমূলক আচরণ করে থাকে। তারা হোটেলের নিরাপত্তা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
অপর দিকে একই রাত ১২ টার দিকে টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিয়ের একটি বাসা থেকে ৯৬ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদসহ মিলন (৪০) ও মহসিনকে (৩৫) গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানার এস আই মো. শাহীন মোল্লা। উভয় ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এব্যাপারে হোটেল মালিক মো. বাদল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার হোটেলে বারের সরকারি অনুমোদন রয়েছে, তথাপিও আইন-শৃংখলা বাহিনী আমার হোটেলে অভিযান চালিয়ে কোটি টাকার ক্ষয়-ক্ষতি করেছে। এমন অবস্থা চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দেয়া ছাড়া কোন উপায় নেই।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন অভিযোগে হোটেলে অভিযান করা হয়েছে। হোটেল থেকে ১৮ নর-নারীকে গ্রেফতার করে মামলা দিয়েছি।