স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারাদিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে রণাঙ্গণে বীরত্বের ভূমিকা পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আকবর মোল্লা। পাক সেনাদের সাথে একাধিকবার সম্মুখ যুদ্ধ করে সেদিন বিজয় পতাকা ছিনিয়ে আনলেও জীবন যুদ্ধে আজ তিনি পুরোপুরি পরাজিত।
মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জেলার গৌরনদী উপজেলার আধুনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর মোল্লা। শুক্রবার দুপুরে অস্পষ্ট কণ্ঠে নিজবাড়িতে শষ্যাশয়ী মুক্তিযোদ্ধা আকবর মোল্লা সাংবাদিকদের কাছে বলেন, ভাতার জন্য যুদ্ধ করিনি। স্বীকৃতি নিয়ে মরতে চাই। জীবিত অবস্থায় নিজের নাম তালিকাভূক্ত হিসেবে দেখে যেতে পারবো না, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা পাবো না, এটাই আমার বড় কস্ট।
এ ব্যাপারে এতদাঞ্চলের মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় আকবর মোল্লা একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। ব্যক্তি জীবনেও সে (আকবর) একজন সফল সংগঠক। দেশ স্বাধীনের পর জীবিকার তাগিদে আকবর মোল্লা দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করায় মুক্তিযুদ্ধের প্রথম তালিকায় মুক্তিযোদ্ধা আকবর মোল্লার নাম অর্ন্তভূক্ত হয়নি। সম্প্রতি সময়ের বাদ পরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রমে তার (আকবর মোল্লা) নাম টিকে থাকলেও নানাকারণে সরকারীভাবে তা স্থগিত থাকায় এখনও গেজেটভূক্ত হয়নি।