জেলার উজিরপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল ও এক পুলিশ কস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতিতা বিধবা নারী রাশিদা বেগম। সে (রাশিদা) পুলিশ বাহিনীর সাবেক এএসআই মরহুম মোঃ হেলাল মাবুব্বরের স্ত্রী।
বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বৃহস্পতিবার শেষকার্যদিবসে রাশিদা বেগমের দায়ের করা মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সানা মোঃ মাহরুফ হোসাইন মামলাটি জেলা পুলিশ সুপারকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অপর অভিযুক্ত হলেন একই থানার (সদ্য প্রত্যাহার) কনস্টেবল মোঃ জাহিদুল ইসলাম।
রাশিদা বেগম মামলার এজাহারে উল্লেখ করেন, অভিযুক্তরা পুলিশ বিভাগে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময় মানুষকে হয়রানি করে আসছেন। গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় ওসি শিশির কুমার পালের নির্দেশে কনস্টেবল জাহিদুল ইসলাম তার ভাড়াটিয়া ঘরের মালামাল জব্দ করেন। পরে একইদিন মালামাল ফেরত নেওয়ার জন্য তাকে (রাশিদা) থানায় ডাকা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি থানা সংলগ্ন বাচ্চুর দোকানে চা পান করার সময় কনস্টেবল জাহিদুল সেখানে এসে নাম জিজ্ঞাসা করেন। এ সময় জবাব দিতে বিলম্ব হওয়ায় তাকে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করায় কনস্টেবল জাহিদুল দোকানের দেয়ালের সাথে তাকে (রাশিদা) চেঁপে ধরে তার দুই গালে ও ঠোঁটে সিগারেটের আগুনের ছ্যাকা দেয়।
তাৎক্ষনিক রাশিদা ওসি শিশির কুমার পালের কাছে বিচার দিতে গেলে তিনি ডিআইজির কাছে যেতে বলেন। এ সময় রাশিদা বেগম তাকে বিচার করার জন্য বললে ওসি শিশির কুমার পাল তার চুলের মুঠি ধরে মারধর করেন। একপর্যায় উঠিয়ে আছাড় দিলে রাশিদা বেগম সেখানে মলত্যাগ করেন।
এসময় রাশিদা বেগমের ছেলে বাবু এসে প্রতিবাদ করলে তাকে থাপ্পড় দেওয়াসহ সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় রাশিদা বেগমের সাথে থাকা ১৩ হাজার টাকা দামের একটি স্বর্ণের চেইনও নিয়ে যান তারা। এ ঘটনায় মামলা করলে তাদের অবস্থা আরও ভয়াবহ হবে বলেও হুমকি দেওয়া হয়। শুক্রবার সকালে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার বিষয়ে এখনও আমি কিছু জানিনা।
এর আগে ওই নারীকে নির্যাতনের ঘটনায় ডিআইজি ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দেওয়া হয়। এর প্রেক্ষিতে ঘটনার তদন্তে একটি কমিটি গঠণ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কনস্টেবল জাহিদুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশলাইন্সে সংযুক্ত করা হলেও বহাল তবিয়তে রয়েছেন অভিযুক্ত ওসি শিশির কুমার পাল। এ ছাড়া ওই নারীকে নির্যাতনের পর পরই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খান। তিনি নির্যাতিতার ভিডিও বক্তব্য নিয়ে পরেরদিন সংবাদ প্রকাশ করায় হয়রানীর উদ্দেশ্যে ওসি তার ঘনিষ্ঠজনদের দিয়ে সাংবাদিক জহির খানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করিয়েছেন।