নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পূর্ব মানিক্যনগর এলাকার মসজিদ সংলগ্ন খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ভোরে মুসল্লিরা ফজরের নামাজ পড়ে বের হয়ে পূর্ব মানিক্যনগর জামে মসজিদ সংলগ্ন খালে একটি মৃতদেহ ভাসতে দেখে সোনাইমুড়ী থানায় খবর দেয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।