বাংলাদেশ থেকে মোজাম্বিক হয়ে সাউথ আফ্রিকা বড় ভাইয়ের কাছে যাওয়ার পথে নোয়াখালীর বেগমগঞ্জের দুই সহোদর সড়ক দূর্ঘটনায় নিহত এবং অপর ৩ যাত্রী আহত হয়েছেন।
নিহত দুই সহোদর হলেন, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আল আমিন (২৩) ও মোহাম্মদ আরাফাত (২১)।
তাদের পিতা মোহাম্মদ হোসেন জানান, আমার মেঝো ছেলে আল আমিন ১৩ আগস্ট ও ছোট ছেলে মোহাম্মদ আরাফাত ৩১ আগস্ট দক্ষিন আফ্রিকার জোহানেন্সবার্গ এর যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বিমানযোগে মোজাম্বিক পৌঁছে। দুই ভাই একত্রে একই গাড়ীতে বৃহস্পতিবার রাতে মোজাম্বিক থেকে দক্ষিন আফ্রিকার জোহানেন্সবার্গ এর উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় আমার ২ ছেলে নিহত হয় এবং গাড়ীতে থাকা অপর ৩ বাংলাদেশী আহত হয়।
তারা নিহত হওয়ার খবর এলাকায় পৌঁছলে, শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম। নিহতরা তিন ভাই দুই বোন। তাদের মধ্যে আল আমিন মেঝো এং আরাফাত সবার ছোট। বড় ভাই নাসির সাউথ আফ্রিকা আছেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, এ বিষয়ে কেউ তাকে জানায় নি।