খুলনার পাইকগাছায় হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে এক সাথে বহিস্কার করা হয়েছে। শিক্ষার্থীরা বেশ কিছু দিন ধরে বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও দূর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে। আন্দোলন দমনের পন্থা হিসেবে এক সাথে ৬ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে বলে মনে করছেন অভিভাবকসহ স্থানীয়রা।
নবম শ্রেণিতে পড়-য়া ৬ শিক্ষার্থীকে বহিস্কার করায় অভিভাবকসহ এলাকার সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। সর্বপরী স্কুলের প্রধান শিক্ষকসহ পরিচালনা পরিষদের স্বেচ্ছাচারিতা ও দূর্নীতি ঢাকতে তড়িঘড়ি করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে বলে এলাকাবাসী ও অভিভাবকমহল মনে করছেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও অভিভাবক স্থানীয় কপিলমুনি প্রেসক্লাবে অবস্থান নেয় এবং তাদের অভিযোগ সাংবাদিকদের কাছে লিখিত ভাবে জানান।
উল্লেখ্য, উপজেলার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিষ্ঠার নামসহ স্কুলের নানা অনিয়ম-স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী কেবিনেট প্রধানসহ সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন দাবী জানিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি সময়ে শিক্ষার্থীদের ন্যাযদাবী আদায় না হওয়ায় তারা ক্লাসবর্জন করে স্কুল মাঠে অবস্থান নেয়। পরিশেষে তা স্কুলের গন্ডি পেরিয়ে রাজপথ ও আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা ও স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় স্কুল শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেওয়ার আশ্বাসে পুনরায় ক্লাসে ফেরে শিক্ষার্থীরা। এমতাবস্থায় স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়া তো দূরের কথা বরং আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে করতে মাঠে নেমে পড়েন। এরপর ১৪ সেপ্টেম্বর প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনপত্র ০৩/২০১৯ স্মারকের বিদ্যালয় পরিত্যাগের ৩টি কারণ দেখিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ওই ৬ শিক্ষার্থীকে ডাকমারফত বহিস্কার আদেশ প্রদান করেন। এমন পরিস্থিতে বৃহস্পতিবার সকালে আদেশপ্রাপ্ত শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে গেলে জনৈক শিক্ষক তাদেরকে বাহির করে দেন। তখন উপায়ন্ত না পেয়ে নবম শ্রেণির প্রায় অর্ধশত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে আবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ ও স্কুলের প্রধান শিক্ষকের নানাবিধ অনিয়মের ফিরিস্তি তুলে ধরেন। সর্বশেষ ঘটনায় বহিস্কৃত শিক্ষার্থীদের পুনঃ বহালের দাবী জানিয়ে স্কুলের শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের জরুরী হস্থক্ষেপ কামনা করেছেন। প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস জানান, ছাত্রদের বহিস্কারের বিষয়টি সম্পূর্ণ ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে করা হয়েছে। পরবর্তীতে তাদের পুনঃ বহালের বিষয়টি তিনিই দেখবেন।