খুলনার পাইকগাছায় এক সাংবাদিকের বসতবাড়িতে ১৪৪ধারা জারী করেছেন বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত। আদেশের পর সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু সহ মামলার অন্যান্য বিবাদীরা চরম বিড়ম্বনায় পড়েছেন। আদালত এ আদেশে সাংবাদিকসহ অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা বজায় রাখর জন্য পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ প্রদান করেন। মামলার এক পরদিন এএসআই রোকনুজ্জামান এক নোটিশে বিবাদীদের সতর্কবার্তা জারি করেছেন। ভুক্তভোগী সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু জানান, তিনি আদালতের দারস্ত হবেন এবং ন্যায় বিচার পাবার আশা করেন। বিষয়টি শুক্রবার স্থানীয় সাংবাদিকদেরকে সে অবহিত করেন। নির্বাহী আদালতের এমন আদেশের ঘটনায় হতবাক হন উপস্থিত সাংবাদিকরা। সাংবাদিকরা মনে করেন বিষয়টি তদন্ত ও প্রমান সাপেক্ষে আদেশ হলে ভালো হতো। কিন্তু তা না হয়ে প্রথম দিনেই একটি বসতবাড়ির উপর ১৪৪ধারা জারি নজিরবিহীন। এদিকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ৯ সেপ্টেম্বর আদেশের ১০ দিন পর ঘটনা তদন্তের জন্য কপিলমুনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক নোটিশ বিবাদী পক্ষ সাংবাদিক পরিবারের হস্তগত হয়েছে। যা আগামি ২৩সেপ্টেম্বর তদন্তের দিন ধার্য করা হয়েছে।
জানাগেছে, উপজেলার নাছিরপুর মৌজার এস এ খতিয়ান নং ১৯ দাগ নং ৪২২, ৪২৩, ৪২৫, ৪২৬/৫৯৩ এবং বিআরএস খতিয়ান নং ৫৩৯, দাগ নং ১০০২, ১০০৩, ১০১১, ১০২০, ১০২৩ ও ১০২৪ দাগে ১.২১৪৫ একর জমি চৌহাদ্দি উল্লেখ করে পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মোতাবেক একটি মামলা করেন অভিজিত সাধু। যার নং এম আর ২৩৭/১৯ তাং ৯/৯/১৯ ইং। বিজ্ঞ আদালত ওই দিনই সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু সহ পরিবারের অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে নালিশী সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা ও প্রবেশে অস্থায়ী অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারী করেন। নালিশী দাগের মধ্যে দুটি দাগে সাংবাদিক পরিবার ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করে প্রায় ১শত বছর ধরে শান্তিপূর্ণভাবে বংশপরম্পরায় বসবাস করে আসছেন। যা বাদির পিতামহ কবলা দলীমূলে বিক্রয় করেন।