বাবুগঞ্জের মধ্য লোহালিয়া মোল্লা বাড়ির একটি পরিবার দীর্ঘদিন নিরাপত্তা হীনতায় অবস্থায় ভূক্তে আছি। আমারা বাড়িতে থাকিনা আমার মা শুধু বাড়িতে থাকেন। অমার মাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গালা গালি করে আমরা না থাকার কারণে আমার পরিবারবে মিথ্যা অপবাদে লাঞ্জত করেন আমার মাকে। আমি মো: রুবেল মোল্লার যখন ঢাকা বসে শুনি ও জানি পরে বাড়িতে এসে তাদের পরিবারে কাছে জিজ্ঞাসা করিলে আমাকে অকথ্য ভাষায় গালাগলি করেন ও আমরা উপর হামলা চালায় জীবন নাশের হুমকি দেয়। গত বুধবার আমার মা ও স্ত্রী বাড়িতে না থাকার কারণে ও দূর্বৃত্বরা ঘরে আগুন দেয়। এখন আমি নিরাপত্তা হিনোতায় ভূক্ততে আছি। এখন আমার কি করনীয় আমি দেশ বাসির কাছে মতামত জানতে চাই।