ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বরিশালের বাবুগঞ্জে শ্রী শ্রী বিশ^কর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাবুগঞ্জ বাজার পূর্জা মন্ডপে নর-সুন্দর কল্যাণ ইউনিয়নের উদ্যোগে ব্যাপক আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুর ১২ টায় বাদ্যবাজনা সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বাবুগঞ্জ উপজেলার নর-সুন্দর কল্যাণ ইউনিয়নের সভাপতি বাবু বিপুল চন্দ্র শীল’র সভাপতিত্বে নর-সুন্দর কল্যাণ ইউনিয়নের সকল সদস্যদের উদ্যোগে শ্রী শ্রী বিশ্ব কর্ম পুজা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু পরিতোষ চন্দ্র পাল, সাধার সম্পাদক দিলিপ চন্দ্র রায়, বাবু পরিমল চন্দ্র শীল, শ্রী বাবুল লাল মাঝি প্রমূখ। পূজায় শীল সম্প্রদায়ের সদস্য ব্যতীত ও সনাতন ধর্মালম্বীদের ব্যাপক উপস্থিতিতে অঞ্জলি প্রদানসহ প্রসাদ বিতরণ করা হয়।