নীলফামারীর ডোমার উপজেলার নবম শ্রেনীর দুই ছাত্রীকে উত্তক্ত করার অপরাধে দিপু রায় (২২) নামের এক উক্তত্তকারীর ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। শুক্রবার দুপুরে ডোমার মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ কারাদ- দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড উম্মে ফাতিমা। দিপু রায় বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া রমনী পাড়া এলাকার সিতা রাম রায়ের ছেলে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান জানান, দুপুরে মহিলা কলেজ সংলগ্ন সড়কে ডোমার সরকারী বালিকা উচ্চ দিব্যালয়ের নবম শ্রেনীর দুই ছাত্রীকে নানাভাবে উত্তক্ত করে বখাটে দিপু। এসময়ে ওই দুই ছাত্রীসহ এলাকাবাসী দিপুকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থালে পৌঁছে তাকে পুলিশ হেফাজতে নেয়। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনাস্থলে ভ্র্যাম্যমান আদালত বসিয়ে দিপু রায়কে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেন। বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।