মনিরামপুরে দীর্ঘ প্রায় ৪যুগ আগে প্রতিষ্ঠিত প্রাচীন যুব সংঘ(ক্লাব) উচ্ছেদে একটি মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র জালাল উদ্দিন ২৭ বছর আগে ক্লাবের নামে বিক্রি করা জমি প্রতারনা করে পুনরায় আরেক জনের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। অথচ জালাল উদ্দিন ১৯৯২ সালের ডিসেম্বরে ক্লাবের নামে উপজেলার কন্দর্পপুর মৌজার হাল ১১৬ দাগের ৯ শতক জমির মধ্য থেকে তিন শতক জমি বিক্রি ও ক্লাবের অনুকুলে দখল বুঝিয়ে দেন। সেই থেকে ক্লাব কর্তৃপক্ষ সেখানে ঘর নির্মান করে যুব সংঘের দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি জমি দাতা জালাল উদ্দিন ক্লাবের কাছে বিক্রিত জমি শর্ত ভঙ্গ করে প্রতারনার আশ্রয় নিয়ে গোপনে এক প্রবাসী মিসেস সুরাইয়া মোল্লাকে ভুল বুঝিয়ে তার নামে রেজিস্ট্রি করে দেন। আর এতে গ্রামের যুবসমাজসহ অধিকাংশ নারী-পুরুষ ফুঁসে উঠেছে।
উজ¦ালা যুব সংঘের বর্তমান সভাপতি লতিফুর রহমান বাবু ও সম্পাদক আজিজুর রহমান মিলন,জানান, উপজেলার কন্দর্পপুর গ্রামের কিছু উদ্যোমী যুবক ১৯৭৪ সালে কন্দর্পপুর উজ¦ালা যুব সংঘ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯২ সালে ‘কন্দর্পপুর উজ¦ালা যুব সংঘ’র নামে কন্দর্পপুর গ্রামের মৃত. আবদুল জলিলের শেখের পুত্র জালাল উদ্দিনের কাছ থেকে তিন শতক জমি কিনে সেখানে ঘর নির্মান ও অদ্যাবধি যুব সংঘের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠিত ওই ক্লাবের কেনা জমি রেজিস্ট্রি করতে গেলে সে সময় বিআরডিবির অনুকুলে বন্ধক রেখে ঋণ নেয়ায় কর্তৃপক্ষ বাঁধা দিলে ক্লাবের নামে রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। এরপর জমির মালিক জালাল উদ্দিন ক্লাবের অনুকুলে নন জুডিশিয়াল স্টাম্পে একটি চুক্তিনামা সই করে দেন যে, বিআরডিবির ঋণ পরিশোধের পর তার বিক্রিত ও কাবের অনুকলে দখলে দেয়া জমি ওই যুব সংঘের নামে লিখে দেবেন।
একপর্যায়ে দাতা ধুর্ত জালাল উদ্দিন কন্দর্পপুর গ্রাম থেকে পালিয়ে যশোরে তার শশুর বাড়িতে গিয়ে বসবাস শুরু করে। এর মধ্যে ক্লাবের সদস্যরা জানতে পারেন জালাল উদ্দিন ২৭ বছর আগে বিক্রি ও তাদের দখলে দেয়া জমি প্রতারণার মাধ্যমে গোপনে আবারো বিক্রির পায়তারা করছে। তখন যুব সংঘের সদস্যসহ গ্রামের অধিকাংশ মানুষ এর প্রতিবাদ জানিয়ে স্থানীয় উপজেলা রেজিস্ট্রি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তা সত্বেও সুচতুর জালাল ও গ্রামের শান্তি বিনষ্টকারী দু’একজনের যোগসাজসে চলতি বছরের ৩০ জুলাই মনিরামপুর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সম্পূর্ণ প্রতারণার আশ্রয় নিয়ে উপজেলার কন্দর্পপুর মৌজার হাল ১১৬ দাগের ৯ শতক ওই একই জমি মিসেস সুরাইয়া মোল্লার নামে রেজিস্ট্রি করে দেন।
কন্দর্পপুর উজালা যুব সংঘের ১৯৯২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, প্রাচীন এই যুব ক্লাবটি গ্রামের কৃষকদের স্বার্থে আইপিএম ক্লাব পরিচালনা ছাড়াও পোল্ট্রি, মৎস্য চাষসহ বিভিন্ন উৎপাদনমুখি কার্যক্রম হাতে নিয়ে এর মুনাফার টাকায় গ্রামের অনেক দরীদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ চালিয়েছে। যাদের অনেকেই এখন দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। অথচ গ্রামের দু’একজন কুচক্রী যুব সংঘের কার্যক্রমে বাঁধা সৃষ্টির করতে ষড়যন্ত্র করছে।