মনিরামপুরে স্থানীয় সরকার মন্ত্রালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, কোন পেশী শক্তি অথবা কাউকে খুশি করার জন্য প্রকৃত সংবাদ গোপন করা সাংবাদিকদের কাছ থেকে কেউ আশা করেনা। ব্যক্তি ও দলমতের উর্দ্ধে থেকে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিৎ। মনিরামপুরবাসী বার বার আমাকে নির্বাচিত করে যে সস্মান দেখিয়েছে তা আমি কোন দিন ভুলবনা। মনিরামপুরের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি সহযোগিতা করতে হবে। বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথাগুলো বলেন।
প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, বণিক সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রা রাণী দেবনাথ, উপজেলা রিসোর্স কর্মকর্তা মকবুল হোসেন, পৌর প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুল, প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনাকারী এ্যাড. মকবুল ইসলাম, এ্যাড. বশির আহম্মেদ খান, তপন কুমার পবন, প্রভাষক মামুন অর রশীদ জুয়েল, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক অধ্যাপক বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি কমরেড আবদুল মজিদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কে এম নিছার উদ্দীন খান আযম, সাবেক সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, এস এম মজনুর রহমান, সহ-সভাপতি জি এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রয়েল, নির্বাহী সদস্য গীতা রাণী কুন্ডু, ইলিয়াস হোসেন প্রমূখ।