রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে সকাল ১১টায় ব্যবস্থাপনা কমিটি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটি সভাপতি রংপুর-১ আসনের সংসদ সদস্য,জাপার মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ¦ মসিউর রহমান রাঙ্গা এমপি।
অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনের আরা লুৎফা ডালিয়া, সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম, রংপুর মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুলতান আহমেদ, রংপুর প্রেস ক্লাবের সভাপতি আবদুর রশিদ বাবু, জাপা মহাসচিবের একান্ত সহকারী সচিব শাহীন হোসেন জাকির। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ও ব্যবস্থাপনা কমিটি প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি বলেন, রংপুর মেডিকেল দেশের বিভিন্ন স্থান থেকে রুগীরা চিকিৎসা সেবা নিতে আসে। সেই রোগীদের সেবার ক্ষেত্রে কোন রকম ত্রুটি না হয় সেদিকে সকলকে সর্তক থাকতে হবে। ডাক্তার নার্স যারা দায়িত্বে আছেন সকলে আন্তরিকতার সহিত কাজ করলে মানুষ ভালো থাকবে। কোন রোগী চিকিৎসা সেবা নিতে এসে যাতে বিড়ম্বনার স্বীকার না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দূর-দূরান্তে থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা অল্প দামে ঔষুধ ক্রয় করতে পারে তার জন্য একটি মেডিকেলের নিজস্ব ফার্মেসীর ব্যবস্থা করা হবে।