আমতলীতে বৃহস্পতিবার বিকেল ৩ টায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড পরিবর্তনের দাবীতে আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করে শত শত শিক্ষকরা।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা শিক্ষক সতিতির সভাপতি মো: রবিউল ইসলাম। মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক একে এম জিল্লুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল কবির, প্রধান শিক্ষক আখতারুজ্জামান জাকির খান, মো: মহাসীন মোল্লা, মো: শাহাজাহান কবির, মো: কামরুন নাহার আছমা, মাহাবুব রিপন ও জাকির রানা প্রমুখ। মানব বন্ধন শেষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।