প্রকৃতির ভারসাম্য রক্ষায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের উদ্যোগে বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে ১৪’শ তালবীজ বপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কচুয়া-আদাবাড়ী সড়কে তালবীজ বপন করেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহামুদ আউয়াল খান, স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মিয়া, নিয়ামুল ইসলাম, কারিতাসের মাঠ কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউনিট কর্মকর্তা কাইউম খাঁন, নিরাঞ্জন মিস্ত্রি আফরোজা বেগম ও রজন রায়সহ অন্যান্যরা।