টঙ্গী বাজারের ৫টি দোকানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ ও সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকা ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকসুদুল আলম ও কাজী তানজিদ আহমেদের যৌথ নেতৃত্বে র্যাব-১ ও জেলা পুলিশের সমন্বয়ে একটি দল টঙ্গী বাজারের পলিথিন পট্টিতে ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় দলটি বাজারের পলিপট্টিতে অবস্থিত আলী মিয়ার ৩টি, জুয়েলের ১টি ও জাকির মিয়ার ১টি দোকান থেকে প্রায় ২৫ টন পলিথিন জব্দ করেন। অবৈধ পলিথিন দোকানে মজুদ রাখার দায়ে ম্যাজিষ্ট্রেট আলী মিয়াকে ১০ লাখ, জাকিরকে ২ লাখ ও জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আশরাফুল ইসলাম, উপ-পরিচালক আবদুস সালাম সরকার ও র্যাব-১ এর কমান্ডিং কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকসুদুল আলম জানান, অবৈধ পলিথিন উৎপাদন ও মজুদ রাখা আইনত অপরাধ। যারা এ কাজে সম্পৃক্ত থাকবেন তাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।