মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে লৌহজং থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয় এবং তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ ক্যান বিয়ার সহ একটি মটর সাইকেল আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুর দুই টার সময় লৌহজং থনার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসাইনের নেতৃত্বে উপজেলার মাহমুদপট্রি গ্রামে অভিযান পরিচালনা করে ১০ ক্যান বিয়ার ও ১ টি মটর সাইকেল সহ ৩ মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো - সুজন দাস (২৪) পিতা শংকর দাস গ্রাম দক্ষিন মেদিনী মন্ডল,উপজেলা লৌহজং। মোঃ রনি শেখ (২৩) পিতা মোঃ রহিম শেখ ও মোঃ ইব্রাহীম (২১) পিতা আলতাফ হোসেন খান।দুই জনের গ্রাম যশলদিয়া পূর্নবাসন,উপজেলা লৌহজং। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
মাহামুদপট্টি গ্রামের মদক ব্যবসায়ী হুমায়ুন ওরফে হুমা ও মাতিনের বড়ীতে মাদক বিরোধী অভিযান চালানো হলে তাদের না পেয়ে হুমায়ুন ওরফে হুমার পাকা বাড়ীর থাই গ্লাস ভেংগে চুরমার করে দের পুলিশের অভিযানিক দল।