কয়রায় প্রথম বারের মতো গ্রীস্মকালিন টমেটা চাষ করে চমক দেখালেন কৃষক রবিন্দ্রানাথ ঢালী। তার এ সফলতা দেখে স্থানীয় অনেক কৃষক গ্রীষ্মকালিন টমেটা চাষ করতে আগ্রহী হয়ে উঠছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, টমেটা সাধারনত শীতকালীন ফসল। কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিছু গীষ্মকালীন টমেটার জাত আবিষ্কার করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রায় এসএসিপি প্রকল্পের অর্থায়নে পরীক্ষামুলক ভাবে ৩নং কয়রার কৃষক রবিন্দ্রনাথ ঢালীর জমিতে চাষ করা হয়। আর প্রথম বারের মতো টমেটা চাষ করে আলোর মুখ দেখতে পেয়ে তিনি বেজায় খুশি। কৃষক রবিন্দ্রনাথ ঢালী বলেন এই সর্ব প্রথম গ্রীষ্মকালের টমেটোর চাষের কথা বলা হয়। কিন্তু চিন্তায় ছিলাম লবনাক্ত জমিতে চাষাবাদ করে ভাল ফলন উৎপাদন করতে পারবো কিনা। তছাড়া এ জনপদে শীত কালে ছাড়া টমেটার চাষ হতোনা। সেই সুবাধে গ্রীষ্মকালে টমেটোর চাষ করা হয়নি। তার পরেও কৃষি গবেষণার সার্বিক সহযোগিতায় প্রথম বারের মতো টমেটো চাষ করে লাভবান হতে পেরেছি। প্রতি গাছে ৪০-৫০ টি ধরেছে। প্রতি কেজি টমেটো ৮০ টাকা কেজি করে বিক্রি করতে পেরেছি। আগামীতে আরো বেশি করে চাষাবাদ করার ইচ্ছে আছে। কৃষি বিভাগের কয়রার এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান বলেন, গ্রীষ্মকালীন টমেটার চাষ করতে হলে টমেটার চাষাবাদের কিছু উৎপাদন প্রযুক্তি ব্যবহার করতে হয়। যেমন বাশের খুটির সাহায্যে পলিথিন ছাউনি দিতে হয় যেন ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি থেকে রক্ষা পায় সকল নিয়ম মেনেই চাষাবদ করে তিনি সফলতা দেখিয়েছে। তার দেখাদেখি অনেক কৃষকরা গ্রীষ্মকালিন টমেটার চাষের জন্য আমাদের সহযোগিতা চাচ্ছে। সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ বলেন, প্রথম বারের মতো লবনাক্ত কয়রায় পরীক্ষামুলক টমেটো চাষ করে সফলতা পেয়েছি। গ্রীষ্ম কালীন টমেটো চাষ খুবই লাভ জনক। আমাদের উৎপাদিত ৪টি জাত বারি হাইব্রিড টমেটা গ্রীষ্ম কালে চাষাবাদ করা হচ্ছে। কয়রা সহ বিভিন্ন এলাকায় আগামীতে বেশি পরিমান গ্রীষ্মকালিন টমেটা চাষাবাদ করা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।