রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল হাতে নির্বাচনী মাঠে নেমেছেন রাহগীর আল মাহি সাদ এরশাদ। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও পথসভাতে অংশ নিচ্ছেন তিনি। বাবার অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট।বৃহস্পতিবার সকালে মর্ডান মোড়, মাহিগজ্ঞ, সাতমাথা,পায়রা চত্বর ,মেডিকেল মোড়, নির্বাচনী লিফলেট বিতরণ কালে তাকে প্রাণবন্ত দেখা যায়। নগরীর বিভিন্ন এলাকাতে মহাজোট সমর্থিত জাতীয় পার্টির এই প্রার্থী সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ করেন হাট-বাজারে, ফুটপাথের দোকানীদের সাথে।প্রাণবন্ত সাদ এরশাদ বলেন, 'আমি আপনাদের সন্তান। আমার বাবাকে আপনারা সবসময় সম্মানিত করেছেন। ভোট দিয়ে বারবার বিজয়ী করেছেন। আপনারা রংপুরবাসী এক ছিলেন বলেই বাবার কবর পল্লীনিবাসে করা হয়েছে। আমি আমরা সবাই কৃতজ্ঞ।' কান্নাজড়িত কণ্ঠে সাদ বলেন, 'আজ বাবা নেই, আমি তার হয়ে আপনাদের পাশে থাকতে চাই। বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। আপনারা আমাকে লাঙ্গলে ভোট দেবেন।'এসময় জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ স¤পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক স¤পাদক মুনসি আবদুল বারী . জাপা নেতা নাজিম উদ্দিন নাজিম ,দপ্তর সম্পদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।