জমি দখল নেয়া ও হামলার বিচার চেয়ে মামলা করে আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাদীর পরিবার। বুধবার ১৮ সেপ্টন্বর দুপুরে বাবুগঞ্জ প্রেস ক্লাবে এসে অভিযোগ করেন বাদী মোঃ সাহাবউদ্দিন সিকদার ও স্বজনরা। এ ঘটনাটি ঘটে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামে।স্থানীয় ও থানার মামলা সূত্রে জানা গেছে বাড়ির সীমানা নিয়ে সাহাবউদ্দিন সিকদারের সাথে একই এলাকার ভুমিদস্যু মোঃ মোস্তাক সিকদারের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত বুধবার(১১ সেপ্টন্বর )সকাল সাড়ে ৮টার দিকে মোস্তাক সিকদার বিভিন্ন এলাকা থেকে ২০-২৫জন ভাড়াটিয়া বাহিনী নিয়ে বিরোধী জমিতে জোরপূবর্ক ঘর তোলার চেষ্টা করেন। এ সময় সাহাবউদ্দিন সিকদার বাধা প্রদান করায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীরা সাহাবউদ্দিন সিকদারকে লাঠি দিয়ে পিটাতে থাকে।এসময় ছেলেকে বাঁচাতে বৃদ্ধ মা সকিনা বেগম(৭০) বোন শাহানাজ (৪০) এগিয়ে গেলে তাদেরকে গাছের সাথে বেঁধে মধ্যযুগী কায়দায় মারধর করে। তাদের ডাক চিৎকারে স্থানীয় ইউপি মেন্বর ও আ.লীগ নেতা মোঃ জাকির হোসেন তাদের রক্ষা করতে গেলে ভাড়াটিয়া বাহিনীরা তাকেও পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। ইউপি মেন্বরের উপর হামলার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জোট বেধে ভাড়াটিয়াদের ধাওয়া করে ভূমিদস্যু মোস্তাক সিকদারসহ ১১জনকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে সোর্পাদ করেন। ওই ঘটনায় সাহাবউদ্দিন বাদী হয়ে রাতে নামধরা ১২জনসহ অজ্ঞাত ১০/১৫জনকে আসামি করেন মামলা দায়ের করেন। পুলিশ আটক ১১জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীকে জেল হাজতে প্রেরন করেন। গত সোমবার(১৬ সেপ্টন্বর) সব আসামিরা জামিনে এসে মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য জীবনাশের হুমকি দেয়।