ঝিনাইদহ কালীগঞ্জ এলাকায় মাদক ব্যবসা এখন শিয়াল পন্ডিত অতি চালাকে পরিনত হয়েছে। প্রতিদিন ঝোপজঙ্গলে পালিয়ে থেকে গৃহস্থলির মোরগ- মুরগি ধরে খেত। তেমন মাদক ব্যবসায়িরা এখন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। একদিন মুরগির দল মিটিং করে সিদ্ধান্ত নিল এভাবে আর শিয়ালের খোরাক হওয়া যাবে না। এরপর সকল মোরগ মুরগি জঙ্গলে যাওয়া বন্ধ করে দিল। শিয়াল পন্ডিতের খাদ্যের ঘাটতি দেখা দিল। সিদ্ধান্ত নিল কারিগরদের বালতি ডুপ দিয়ে গায়ের রং পাল্টাতে হবে। যে কথা সেই কাজ।লাল শিয়াল পরিনত হলো সবুজ রংয়ের প্রানী। হঠাত একদিন সবুজ রংয়ের সেই শিয়ালের সাথে দেখা হলো এক মোরগের। মোরগটি বললো তুমি তো শিয়াল,তোমার কাছে গেলে খেয়ে ফেলবে,আমি যাবো না। শিয়াল বললো ভাগ্নে বিশ^াস কর আমি অন্য প্রানি তোমাকে খাবো না। মোরগ বললো ৩ বর্ষা পার না হলে আমি বিশ^াস করি না যে, তুমি আসলে শিয়াল নহে।
ঝিনাইদহ কালীগঞ্জে শিয়াল পন্ডিতের মতো ভোল পাল্টে অলি গলিতে বুক ফুলিয়ে বেড়াচ্ছে শীর্ষ মাদক ব্যাসায়িরা। এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে ১ ডজন করে মাদক মামলা। দক্ষ পুলিশ সুপার হাসানুজ্জামান ঝিনাইদহে যোগদানের পর জেলাব্যাপি শুরু হয় মাদক বিরোধি অভিজান। সে সময় এসব মাদক ব্যবসায়িরা গা ঢাকা দেয়। কেউ আবার বাগান পথে সীমান্ত পার হয়ে কিছুকাল ভারতে জীবন যাপন করে। মাদকের শহর খ্যাত কালীগঞ্জ এখন আর নেই পূর্বের মত রমরমা ব্যবসা। বর্তমান ক্ষমতাসীন দলের কতিপয় পাতিনেতা, উপনেতার ভক্ত সেজে বর্তমানে ভোল পাল্টে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে শীর্ষ মাদক ব্যবসায়িরা। মাদক ব্যবসা করে বিশাল সম্পদের মালিক হয়েছে অনেকে। কালীগঞ্জ শহরে এদের প্রত্যেকের রয়েছে ২/৩ টি করে বাড়ি, মাঠে রয়েছে ধানের জমি। যা গোয়েন্দা সংস্থা তদন্ত করলে বেরিয়ে আসবে প্রকৃত সম্পদের হিসাব। বর্তমানে এরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।
বিশেষ করে আড়পাড়া এলাকার দরগা পাড়া অঞ্চলে আবার ও মাদক বিকিকিনি চলছে। বিক্রি হচ্ছে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন। শীর্ষ কয়েকজন মাদক ব্যবসায়ি রয়েছে যারা অদ্যাবধি গ্রেফতার হয়নি বা পুলিশের ভয় ও পেতে হয়নি। যখন মাদক ব্যবসায়িদের ক্রসফায়ার দিচ্ছিল,তখন মাদক ব্যবসায়িরা কালীগঞ্জ ছেড়ে কেউ ভারতে বা কেউ দুরদুরান্তে গিয়ে আত্মগোপন করছিল। এখন তারা কালীগঞ্জ এস সরকারি দলের পাতি নেতাদের সাথে আঁতাত করে চালাচ্ছে ব্যবসা। কালীগঞ্জ থানার কতিপয় অসাধু পুলিশ সিভিল পোশাকে মটর সাইকেলে গিয়ে মাদক ব্যবসায়িদের কাছ থেকে প্রতিনিয়ত টাকা আদায় করে থাকে। একাধিক সময়ে ঝিনাইদহ র্যাব, ডিবি পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদস্যরা জোরালো অভিজানের ফলে অনেক মাদক ব্যবসায়ি মাদক সহ গ্রেফতার হয়ে থাকে। থানা পুলিশ ও মাঝে মধ্যে গ্রেফতার করে কিন্তু শীর্ষ ব্যবসায়িদের গ্রেফতার করতে পারে না। এরা শিয়াল পন্ডিতের মত চালাক। আড়পাড়া, শিবনগর, রেলষ্টেশন, বাস টার্মিনাল, কলেজ মোড়সহ একাধিক এলাকায় মাদক ব্যবসা আবার ও শুরু হয়েছে। এসব মাদক ব্যবসায়িরা খুবই চৌকস যা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
পুলিশের তালিকায় বড় বড় শীর্ষ মাদক ব্যবসায়িদের নামের তালিকা রয়েছে কিন্তু রহস্য জনক কারণে তাদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। কিন্তু এখন তারা শহর এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে ও চুটিয়ে ব্যবসা করছে। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী বলেন, মাদকের অভিজান অব্যাহত রয়েছে প্রতিনিয়ত গ্রেফতাতের চেষ্টা করা হয়। কিন্তু তাদের পাওয়া যায় না।