গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড শ ম রেজাউল করিম এমপি বলেন, পিরোজপুরের ৩টি উপজেলার অবকাঠামো ও অন্যন্য উন্নয়নের জন্য ৩ হাজার ৫ শত কোটি টাকার বর দেয়া হয়। এর মধ্যে স্বরপকাঠিতে ২ হাজার কোটি টাকা এবং ১ হাজার ৫শত কোটির টাকা পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। আজ নাজিরপুরের তার ভাসবনে স্বরুপকাঠি প্রেসক্লাবেব কর্মকর্তদের সাথে মতবিনিময় ও আলচনা সভা এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আর বলেন, দীর্ঘ দিনের প্রত্যাশা স্বরুপকাঠির সন্ধ্যা নদীর ফেরীটি ২১ সেপ্টমবার উদ্বোবধ হতে যাচ্ছে। আলোচনা সভায় প্রেসক্লাবেব সাবেক সভাপতি গোলাম মোস্তফা স্বরুপকাঠি প্রেসক্লারেব বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন, এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি শিশির কর্মকার বাবু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহীন, সাবেক সম্পাদক এ,কে আজাদ সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দগণ।