নীলফামারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৯ সেপ্টেম্বর বিজিবি’র হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী (সিও)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি নিরলস ভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলছে। আমরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। স্বার্থকতায় নয় সফলতায় বিশ্বাস রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছি। বর্তমানে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি ১৪৭.৯১৮ কিলোমিটার এলাকা পাহারা দিচ্ছি। আমাদের অধীনে ৩৬টি ক্যাম্প ও বিওপি রয়েছে ১৭টি। সীমান্তে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের সদস্যরা সজাগ দৃষ্টি রেখেছে। দেশ ও জনগনের সেবায় আমরা নিয়োজিত। উন্নয়নের গতি তরান্বিত করা আমাদের লক্ষ্য। সীমান্তে চোরাচালানি, মদ-গাজা, হিরোইন-ফেন্সিডিল ও ইয়াবা বন্ধে আমরা তৎপর। আপনাদের লেখনীর সহযোগিতায় এগুলো বন্ধে আমরা অনেকটা সফলতা লাভ করেছি। আপনাদের আরও সহযোগিতা পেলে এগুলো পুরোদমে বন্ধ করতে পারবো আশা রাখি। যারা এ সমস্ত ধিক্কারজনক কাজের সহিত জড়িত তাদের পরিবারের সাথে যদি আমরা আত্মীয়ের সম্পর্ক না করি তাহলে সামাজিক ভাবে তারা হয়তো কিছুটা অনুতপ্ত হবে। এর ফলে যাা ওই সমস্ত পেশার সহিত জড়িত তারা ভালো পেশায় ফিরে আসতে পারে। এ সময় জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, মোটরসাইকেল চলাকালিন সময়ে মোবাইল ব্যবহার করবেন না। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন। ওই মতবিনিময় সভায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজিবির বিভিন্ন তথ্য যাতে সাংবাদিকরা সহজে পেতে পারে সে ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এমন কোন তথ্য প্রকাশ করা যাবে না যাতে দেশ ও জনগনের ক্ষতি হয়। ওই অনুষ্ঠানে নীলফামারী, সৈয়দপুর, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও জলঢাকার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেয়।