ভ্রাম্যমান আদালতের অভিযানে বরিশালে গত আট মাসে ৭৯ লাখ ৫৮ হাজার ৪৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া আট মাসে ৫৯৫টি মোবাইল কোর্টে এক হাজার ৩০টি মামলায় এক হাজার ৪০৭ জনকে আসামি করা হয়েছে। এ সময় ৪১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে। জেলা প্রসাশকের মাসিক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে ৮৯টি মোবাইল কোর্টে ১৬৮টি মামলায় আট লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১৮০ জন আসামির মধ্যে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। জুলাই মাসে ৬০টি মোবাইল কোর্টে ৫৯টি মামলায় দুই লাখ ১৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৬১ জন আসামির মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। জুন মাসে ৬১টি মোবাইল কোর্টে ৭৬টি মামলায় পাঁচ লাখ ২২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১০১জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। মে মাসে ৮০টি মোবাইল কোর্টে ৬৪টি মামলায় ১২ লাখ ২৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ১৮৭ জন আসামির মধ্যে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। এপ্রিল মাসে ৮৭টি মোবাইল কোর্টে ১১৪টি মামলায় পাঁচ লাখ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৩০ জন আসামির মধ্যে ১৯৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। মার্চ মাসে ৯০টি মোবাইল কোর্টে ১৯৭টি মামলায় ১২ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ২৫৮ জন আসামির মধ্যে ৯৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। ফেব্রুয়ারি মাসে ৬৪টি মোবাইল কোর্টে ১১৮টি মামলায় ২৩ লাখ ৬১ হাজার ৮৩০ টাকা জরিমানা করা হয়। এ সময় ১৩৩ জন আসামির মধ্যে ৩৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। জানুয়ারি মাসে ৮০টি মোবাইল কোর্টে ১৫০টি মামলায় নয় লাখ ৯৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১৫৭ জন আসামির মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে।