ছাত্রীদের সাথে বাস শ্রমিকদের অসৌজন্যমূলক আচারনের প্রতিবাদে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। পরবর্তীতে সিটি মেয়রের পক্ষ থেকে বিচারের আশ্বাসের ভিত্তিতে টানা দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কয়েকজন ছাত্রী একটি থ্রী-হুইলারে (মাহিন্দ্রা) ওঠেন। এনিয়ে সেখানে থাকা রূপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা মাহিন্দ্রা চালকের সাথে বাগ্বিতন্ডায় লিপ্ত হলে ছাত্রীরা প্রতিবাদ করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে বিষয়টি ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা জানতে পারলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা রূপাতলী বাস টার্মিনালে গিয়ে বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের কাছে ঘটনার অভিযোগ দায়ের করেন। এ সময় বাস শ্রমিকরা তাদের সাথেও খারাপ আচরণ করলে বিক্ষুব্দ শিক্ষার্থীরা ওই এলাকায় একটি টিকিট কাউন্টার ভাংচুর করে ক্যাম্পাসে ফিরে আসেন।
পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ও দায়ী বাস শ্রমিকদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে জানানোর পর মেয়র বিচারের আশ্বাস দেওয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত বলেন, শুধু আজকের ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে বাস শ্রমিকরা শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছেনা। বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, উভয়পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি আপাতত সমাধান করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।