পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ। সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নেন শিক্ষিকা‘সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে এ দাবি করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান মো. সাইদুজ্জামান মামুন খান।
এক বিবৃতিতে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে সাইদুজ্জামান মামুন খান বলেন, দীর্ঘদিন ধরে এই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে চলছেন। বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে ওই মহলটি এ পর্যন্ত ৫টি মামলা করেছে, যা সম্পূর্ণ মিথ্যা- ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি এই ষড়যন্ত্রকারীদের নোংরা চক্রান্তের কারণে এই প্রতিষ্ঠানটি জাতীয়করণ পর্যন্ত হয়নি। তবুও প্রতিষ্ঠানটি মানসম্পন্ন শিক্ষাদানের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারা বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে গত ১৫ সেপ্টেম্বর বরিশাল অবজারভার, ১৭ সেপ্টেম্বর জাগোনিউজ ২৪ ডটকম ও ১৮ সেপ্টম্বর শিক্ষা ডটকমের সাংবাদিক ভাইদের মিথ্যা ও মনগড়া বানোয়াট তথ্য দিয়ে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাজেদা বেগম ঝর্ণার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করিয়েছে।
উক্ত সংবাদে বলা হয়েছে, শিক্ষক সাজেদা বেগম হাজিরা খাতায় স্বাক্ষর না দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে নয় মাস অনুপস্থিত থেকে বেতন-ভাতা তুলছেন। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ অবাস্তব। সে ২০০৫সালে চাকুরিতে যোগদানের পর থেকে সুনামের সঙ্গে বিদ্যালয়ে নিয়মিত কর্মরত আছেন এবং নিয়মনীতি মেনে চলছেন। যার প্রমাণ হাজিরা খাতায় রয়েছে। কোন শিক্ষক অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনের সুযোগ নেই। এ ছাড়া সাজেদা বেগম বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে প্রিয় একজন শিক্ষক। বর্তমানে শিক্ষক সাজেদা বেগম টাইফয়েড জ¦রে আক্রান্ত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত করলে ১০ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তার ছুঁটি মঞ্জুর করা হয়। ছুঁটির প্রেক্ষিতে তিনি চিকিৎসাধীন আছেন। ছুঁটির মেয়াদ শেষ হলে তিনি কর্মস্থলে যোগদান করবেন।
বিদ্যালয়ের সভাপতি সাইদুজ্জামান মামুন খান আরও বলেন, আমি রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরপর দুইবার নির্বাচিত সভাপতি হওয়ায় একটি মহল ঈর্শ্বান্নিত হয়ে বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে বিদ্যালয়কে ধ্বংস করতে সর্বশেষ ২০১৯ সালের ১০ জানুয়ারি, ৮ এপ্রিল ও ১৯ আগস্ট আদালতে তিনটি মামলা করে এক চক্রান্তকারী। এরআগেও ওই চক্রান্তকারীর সম্পৃক্ততায় বিদ্যালয়ের বিরুদ্ধে ২০১৬ সালে দুইটি মামলা হয়। এসব মামলা মোকদ্দমা করে ব্যর্থ হয়ে বিদ্যালয় ও শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার রটিয়ে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত আছে তারা। তাই আমি তাদের এই অপকর্মের ধিক্কার জানিয়ে প্রকাশিত ওই সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।