বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক দানিসুর রহমান লিমনের নামে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছে সংঘবদ্ধ এক কুচক্রিমহল। এ বিষয়ে তিনি মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। পিটিশন মামলা নং-২৯৫। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আগামি ২৪ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়- সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক এর "জিয়াউল জিয়া, ইমরান খান, এইচ এম শাহাদাতসহ বিভিন্ন ফেইক আইডি খুলে সাংবাদিক লিমনের ফটো এডিটিং করে তার নামে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা লিখে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রিমহল। ভুক্তভোগী অপপ্রচারের শিকার সাংবাদিক দানিসুর রহমান লিমন বলেন-ওই কুচক্রিমহলটি আমার সন্মানহানি ও আমাকে বিপদগ্রস্থ করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। গত ২০, ২১ আগস্ট, ২৭ আগস্টসহ বিভিন্ন তারিখ ও সময়ে জিয়াউল জিয়া, ইমরান খান ও এইচ এম শাহাদাত তাদের তিনটি আইডিসহ বিভিন্ন ফেসবুক ফেইক আইডি থেকে আমার নামে অশ্লীল, মিথ্যা ও কুরুচিপূর্ণ কথা লিখে আমার ছবিসহ মানহানিকর একাধিক পোস্ট দেয়। ফেসবুকে তাদের দেয়া পোস্টগুলোর স্ক্রীনশর্ট ইতোমধ্যে আমি সংরক্ষনে রেখেছি। প্রসঙ্গত : সাংবাদিক দানিসুর রহমান লিমন দীর্ঘ সময়ব্যাপী সুনামের সাথে মোহনা টিভি, জাতীয় দৈনিক সকালের খবর, দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক বরিশাল বার্তা, দৈনিক শাহনামা, দৈনিক বাংলার বনে পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি পদে সুনামের সহিত পালন করেছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের বরিশাল, ফেয়ার নিউজ সার্ভিস (এফএনএস২৪.কম) পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাকেরগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও বাকেরগঞ্জ পল্লী উন্নয়ন সংস্থার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।