কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুরের উদ্যেগে গতকাল জেলার ২৩৫ টি ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন করা।
রোপা আমন ফসলে পোকা মাকড় শনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এ কার্যক্রম বাস্তবায়িত হয়। একই ধারাবাহিকতায় মেট্রোপলিটন কৃষি অফিস তাজহাট, রংপুরের আয়োজনে প্রতিটি ব্লকসহ হাজিরহাট গ্রামের কৃষক মোঃ শহিদুর রহমান এর জমির পাশে আলোক ফাঁদ স্থাপন করা হয়। আলোক ফাঁদ পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর এর উপপরিচালক, ড. মোঃ সরওয়ারুল হক, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দীন, অতিরিক্ত উপপরিচালক (শস্য),কৃষিবিদ মোঃ খোরশেদ আলম, মেট্রোপলিটন কৃষি অফিসার, কৃষিবিদ মোছাঃ আমিনা খাতুন, ও উপ সহকারী উদ্ভিদ সংরহ্মন কর্মকর্তা, মোঃ রুহুল ইসলাম সরকার,উপ সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ হামিদুল ইসলাম এবং স্থানীয় কৃষকবৃন্দ। সকলের উদ্দেশ্যে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর বলেন যে, ধান হ্মেতে উপকারী ও অপকারী পোকা মাকড় শনাক্তকরণের সহজ পদ্ধতি আলোক ফাঁদ। কৃষক ভাইয়েরা অনেক সময় প্রয়োজন ছাড়াই হ্মেতে হ্মতিকারক বালাইনাশক ব্যবহার করে থাকেন, এর ফলে যেমন ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পায় তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। নিরাপদ ফসল উৎপাদনে আলোক ফাঁদ একটি কার্যকরী ও গ্রহন উপযোগী প্রযুক্তি। উপস্থিত কৃষকগণ স্বতঃস্ফূর্ত ভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা বলেন আমরা ফসলের উপকারী ও অপকারী পোকা মাকড় সম্পর্কে অনেক কিছু জানলাম এবং ফসলে হ্মতিকর পোকা মাকড়ের আক্রমণ বেশী হলে প্রয়োজনে বালাই নাশক প্রয়োগে আগ্রহ প্রকাশ করেন।