রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা.আবদুল আলীম মাহমুদ বিপিএম বলেছেন,তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমাদের এখন থেকেই সত্যিকারের একজন মানুষ হিসেবে নিজেদেরকেই নিজে গড়ে তুলতে হবে। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ প্রতিরোধে দেশকে ভালোবেসে তোমাদের এগিয়ে আসতে হবে। একজন সত্যিকারের দেশ প্রেমিক নাগরিক হিসেবে দেশকে ভালোবাসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এই পুলিশ কমিশনার ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন,তোমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে। তোমাদের জীবনে যাতে কোন কালিমা ছুতে না পারে সেজন্য তোমাদের সচেষ্ট থাকতে হবে। দেশের কল্যাণেতোমাদের কাজ করে যেতে হবে।
গতকাল বুধবার দুপুরে রংপুর সেনানিবাস পরিচালিত দি মিলিনিয়াম স্টারস স্কুল এ- কলেজ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি আয়োজিত এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং দি মিলিনিয়াম স্টারস স্কুল এ- কলেজ এর সহযোগিতায় আয়োজিত স্টুডেন্স এ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা.আবদুল আলীম মাহমুদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে দি মিলিনিয়াম স্টারস স্কুল এ- কলেজ এর অধ্যক্ষ লে: কর্নেল সৈয়দ নাজমুর রহমান জি এর সভাপতিত্বে এবং কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সাধারন সম্পাদক সুশান্ত ভৌমিক এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত রংপুর পুলিশ কমিশনার মো: আবু সুফিয়ান, উপ পুলিশ কমিশনার (ডিসি) সদর ও প্রশাসন মো: মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিসি) সদর ও প্রশাসন আবদুল্লাহ আল ফারুক এবং কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি ইদ্রিস আলী।
এরআগে কমিউনিটি পুলিশিং এবং রংপুর মেট্রেপলিটন পুলিশ এর আদর্শ উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির কর্ম পরিকল্পনা উপ-কমিটির আহ্বায়ক গোলাম জাকারিয়া পিন্টু। পরে কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য দি মিলিনিয়াম স্টারস স্কুল এ- কলেজের অধ্যক্ষ লে: কর্নেল সৈয়দ নাজমুর রহমানের হাতে একটি মতামত বাক্স হস্তান্তর করা হয়।