দিনাজপুরে হাবিপ্রবি’র যৌন নির্যাতনকারী বায়োকেমিষ্ট্রি এ মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক রমজান আলীকে স্থায়ী বহিস্কার ও তাকে কুটকৌশলে বাচাঁনোর চেষ্ঠাকারীদের বিচার দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে হাবিপ্রবি’র শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার বেলা ১২টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
ওই মহাসড়কের দুধারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি, মাহিলা পরিষদ, হাবিপ্রবি’র প্রগতিশীল শিক্ষক ফোরামসহ হাবিপ্রবি’র শিক্ষার্থীবৃন্দ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাবিপ্রবি’র প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড, বলরাম রায়, সাধারন সম্পাদক এসএম হারুনুর রশিদ, নাগরিক কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ দিনাজপুরের সাধারন সম্পাদক ড. মারুফা বেগম, সম্মিলিতি সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট্রি এ মলিকুলার বায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক মো:রমজান আলীকে বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের টালবাহানা বন্ধ করতে হবে। বর্তমানে ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণ এর প্রেক্ষাপটে চিহ্নিত নিপীড়নকারীকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা উচিত বলে আমরা মনে করি।
বক্তারা আরও বলেন, অতি দ্রুত রিজেন্ট বোর্ড এর সভা জরুরী সভা করে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রমজান আলীকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য হাবিপ্রবি’র প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।
অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিস্কার ও বিচারে আওতায় না আনা হলে আরও দূর্বার কর্মসূচীসহ বিভিন্ন আন্দোলন করার হুশিয়ারী দিয়েছেন তারা।