১৮সেপ্টেম্বর বুধবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে পঞ্চম শ্রেণির স্কুল পড়-য়া ছাত্রী ধর্ষিত হয়েছে। পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় লম্পট ধর্ষককে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ১৮সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামের আবদুল কাদের(৬৫) রতিরাম পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে। ধর্ষিতার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ধর্ষিতাকে উদ্ধার করে লম্পট আবদুল কাদের(৬৫) কে আটক করে গণধোলাই দিয়ে রাজারহাট থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি রাজারহাট থানা কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করে বলেন,ধর্ষককে জেলহাজতে ও ধর্ষিতার আলামতের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।