বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ-১৭)এর উপজেলা পর্যায়ের কোয়াটার ফাইনাল খেলা যুব ও ক্রীড়া মন্ত্রনায়লয়ের সহযোগিতায় উপজেলা ও জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়াসংস্থা উদ্যেগে গতকাল বাগেরহাট জেলার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় কচুয়া উপজেলা একাদশ ৪--১ মোড়েলগঞ্জ উপজেলা এ্কাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। খেলায় কচুয়া উপজেলা একাদশের সজীব, অধিনায়ক রাফি,মোহম্মদ ও বদিয়ারের গোলের মাধ্যমে এ বিজয় হয়। খেলা পরিচালনা করেন সোমিত্র,, মোঃ মেহেদী ও মোঃ মুক্ত। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও দুই উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন খেলায় উপস্থিত ছিলেন।